আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে প্রতি বছরই হিন্দুর সংখ্যা কমছে। এদের অধিকাংশই ভারতে পাড়ি জমান। অত্যাচার নির্যাতনের অভিযোগ যেমন আছে, তেমনি হিন্দুদের ভারতমুখী মানসিকতাও এর কারণ বলে অনেকে মনে করেন। দেশে একসময়কার হিন্দু অধ্যুসিত একটি গ্রাম ঘুরে এ প্রবণতার কারণ খঁুজে দেখেছেন আবুল কালাম আজাদ।