Skip to content

শরীরে মদ ছিটিয়ে নববধূকে নির্যাতন, প্রতিবাদে বিক্ষোভ

শরীরে মদ ছিটিয়ে নববধূকে নির্যাতন, প্রতিবাদে বিক্ষোভ

পবিত্রতার নামে চুয়াডাঙ্গায় শরীরে বাংলা মদ ছিটিয়ে নববধূকে নির্যাতনের ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার (৩ মার্চ) পৌর এলাকার মাছের আড়তপট্টির সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন চুয়াডাঙ্গা শাখার সভাপতি প্রসেনজিৎ দাস মলয় ও সাধারণ সম্পাদক হেমন্ত দাসসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সভ্য সমাজে জাতে তোলার অজুহাতে নববধূ এবং তার পরিবারের উপর যে নির্যাতন চালানো হয়েছে তা আইন বহির্ভূত এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। ঘটনাটি সকল নারীর জন্য অবমাননাকর, সন্মানহানিকর এবং লজ্জারও। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

এর আগে চুয়াডাঙ্গার সাতগাড়ি এলাকার স্বর্গীয় বিরু ডোমের ছেলে হৃদয় ডোম মাস দুয়েক আগে বড়বাজার মাথাভাঙ্গা ব্রিজ এলাকার কালীচরণের মেয়ে রিতা বাশফোঁড়কে বিয়ে করেন। ডোমের ছেলে হয়ে বাশফোঁড় সমাজের মেয়ে বিয়ে করায় ডোম সমাজের জাত গেছে বলে বিচার করেন সমাজপতিরা। গত ২৩ মার্চ রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাছের আড়তপট্টি এলাকায় বিচার বসিয়ে পবিত্রতার কথা বলে প্রকাশ্যে ওই নববধূর শরীরে বাংলা মদ ছিটানো হয়। তাদের একঘরে করে দেয়ার ভয় দেখিয়ে ওই নির্যাতন চালানোর নির্দেশ দেন ডোম সমাজের প্রধানরা।

এদিকে এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে গত শুক্রবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন।

এ বিষয়ে বিপ্লব ডোম বলেন, আমার ভায়ের ছেলে ও তার বউকে কেন বিচারের মুখোমুখি হতে হল। তারা তো কোনো অবৈধ কাজ করেননি। আমি এর বিচার দাবি করছি প্রশাসনের কাছে।

চুয়াডাঙ্গা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরী বলেন, ‘বিচারের নামে এগুলো করা যাবে না।’

স্বীকৃতি: প্রতিবেদনটি [এই লিংক থেকে ] গুগল নিউজ ফিডের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ওয়েবসাইটে পোস্ট হয়েছে। মাইনোরিটি ওয়াচ এই লেখা সম্পাদনা করেনি। এই লেখার সকল তথ্য, উপাত্ত, দায়িত্ব এবং কৃতিত্ব এর রচয়িতার। 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

সর্বশেষ

Facebook Page

Subscribe Please